ওয়েব নিউজ, ২৫এপ্রিল: ‘রামপুরহাটের বগটুইয়ের সাক্ষীদের কি ক্ষতিপূরণ দিয়ে প্রভাবিত করা হচ্ছে?’ বগটুই কাণ্ডে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তুললেন আদালতে। কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে রাজ্যের অবস্থান ও বক্তব্য জানতে চাইলো।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সোমবার বগটুই ক্ষতিপূরণ মামলার শুনানি ছিলো। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের কাছে সওয়াল করে বলেন, ‘বগটুইয়ে হত্যাকাণ্ডের পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কার সঙ্গে আলোচনা করে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে?’ বিকাশ আরও বলেন ‘এর ফলে মামলার সাক্ষীরা প্রভাবিত হতে পারেন’। মামলাকারীর আইনজীবীর সওয়ালের পরই দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা-সহ জবাব দিতে বলে।