আলিপুরদুয়ারঃ এগারো বছর ধরে চলছে গণেশ বাবার সেবা।হাতি এই গ্রামে গণেশ বাবা হিসেবে পূজিত হন।নর্থ রায়ডাক বনবিভাগের চলগরি গ্রামের বাসিন্দারা হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে এই পুজোর আয়োজন করে থাকেন।সারাবছর হাতির হামলা লেগেই থাকে এই গ্রামে।গ্রামবাসীদের ধারণা পুজো পেলেই আর এলাকায় হামলা করবে না হাতি।
হাতির হামলা থেকে রক্ষা পেতে গ্রামবাসীরা প্রতিবারের ন্যায় এবারও পয়লা বৈশাখের দিন গভীর জঙ্গলে গিয়ে গণেশ পুজো দেন তারা। সেখানে আয়জনের কোন খামতি থাকেনা।কীর্তন থেকে শুরু করে ভক্তরা তাদের উৎপাদিত ফসলের কিছুটা অংশ বস্তায় ভরে একটি নির্দিষ্ট স্থানের গাছের নিচে রেখে দেন গনেশ বাবা হাতির উদ্দেশ্যে।রাত্রে এসে তা খেয়ে চলে যায় হাতি।