শিলিগুড়ি , ৩ মে : আজ অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই মন্দিরে ভিড় ভক্তদের, ঢাকের আওয়াজে ফিরে এলো উৎসবের আমেজ।
মঙ্গলবার বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরে ঘরে একদিকে যেমন পূজিত হচ্ছেন মা মঙ্গল চন্ডী, পাশাপাশি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে ঢাকের তালে চলছে সিদ্ধিদাতা গণেশের পুজো,
সকালে জলপাইগুড়ি যোগমায়া কালি বাড়িতে পুজো দিতে আসেন বহু ভক্ত। এরই পাশাপাশি জলপাইগুড়িতে বিভিন্ন মন্দিরে এদিন ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে।
মন্দিরের পুরোহিত জানান নিত্য দিনের মতোই চলছে পুজো অর্চনা। মন্দিরে পুজো দিতে আসা এক গৃহিনী জানান, সংসারের মঙ্গল কামনা করেই আজকের এই বিশেষ পুজো দিতে আসা।