ওয়েব নিউজ,১২এপ্রিল:- আবারও স্বস্তি। শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যে রায় দান করেছিলেন তার থেকে আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলা হয়েছিলো তিনি যেনো বিকেল ৫.৩০ টার মধ্যে সিবিআই এর দপ্তরে হাজিরা দেন এবং কোনওভাবেই যেনো তিনি এস.এস.কে.এম এর উডবার্নে গিয়ে ভর্তি না হন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের উকিল পরে তার জানানো হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI) এর দপ্তরে হাজিরায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারী করেছেন।
যদিও এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান ‘বিচারব্যবস্থা নিয়ে কোনও কথা বলবো না, আইন আইনের পথে চলবে’