মালদা,২৯ মার্চ:- আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম ছোট্টু শেখ , বাড়ি মানিকচক থানার উগ্রিটোলা এলাকায় ।
গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে মানিকচক থানার পুলিশ মানিকচকের নিমতলী এলাকা হানা দিয়ে ছোট্টু শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। পুলিশের অনুমান অপরাধমূলক কাজের জন্য আপনি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই দুষ্কৃতী রাজ্য সড়কে। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।