আলিপুরদুয়ার, ৪ঠা এপ্রিল: দলসিংপাড়া এলাকায় বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
সোমবার ভোরে দলসিংপাড়া স্টেশনলাইন এলাকায় একটি বুনো হাতি প্রবেশ করে। হাতিটি এলাকার বাসিন্দা আশিষ থাপার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় এবং ওই এলাকারই বাসিন্দা সঞ্জয় লোহারের মুদি দোকান ক্ষতিগ্রস্ত করে ।
এদিন ভোর পাঁচটা নাগাদ গ্ৰামে হাতি প্রবেশ করে তাণ্ডব চালায় বলে জানান এলাকার বাসিন্দারা ।