শিলিগুড়ি, ২৫ এপ্রিল : জাল লটারির পর্দা ফাঁস করল এন জে পি থানার পুলিস। মিজোরাম রাজ্যের সাপ্তাহিক লটারির জাল কপি তৈরি করে দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহরতলিতে চলছিল রমরমা ব্যবসা। এই জাল চক্রের চার অভিযুক্তকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তরা হলো শীতলা পাড়ার বাসিন্দা বাবু দাস,বিশ্বজিৎ রায় ও সন্তোষ পাল ফুলবাড়ির বাসিন্দা এবং প্রদীপ সাহা কাঞ্চন বাড়ি গ্রামের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে কিছু অসাধু ব্যক্তি সম্মিলিত হয়ে দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং এরা নিজেরাই বেঙ্গল টাইগার নামে সাপ্তাহিক লটারি তৈরি করে বাজারে বিক্রি করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ টাকা দিয়ে এই সমস্ত লটারি কেটে দিনের দিনের পর প্রতারিত হচ্ছে। কারণ এই লটারিতে কোনো বড় পুরষ্কার থাকবে না। ধৃতদের সোমবার জালিয়াতি মামলায় জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।