উত্তর দিনাজপুর, ৪ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কানকি গ্রাম পঞ্চায়েতের নজরপুর এলাকায় একটি ভুট্টার জমিতে অজ্ঞাত পরিচয় একটি যুবতীর মৃতদেহ কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান কিছু মানুষ বিকেলে মাঠের দিকে যান, তখন মৃতদেহটি দেখতে পায়। অজ্ঞাত যুবতীর মৃতদেহ এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাস্থলে কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে মর্গে পাঠায় ও ঘটনার তদন্ত শুরু করেছে কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ।