উত্তর দিনাজপুর ৩রা এপ্রিল: বসন্ত উৎসবে কালিয়াগঞ্জ এর সঙ্গীতা মিউজিক কলেজের উদ্যোগে মাতোয়ারা কচিকাঁচারা।
সঙ্গীতা মিউজিকের কর্নধার স্বপ্না চক্রর্বতীএর উদ্যোগে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, ১০ নং ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলার জ্ঞানেন্দ্র শঙ্কর মজুমদার, বিশিষ্ট সমাজসেবী বাপি সেনগুপ্ত,বিশিষ্ট ব্যবসায়ী তাপস সাহা,বিশ্বদেব মঠের শীবাত্মানন্দজী মহারাজ।
সম্প্রতি বসন্ত উৎসব হয়ে গেলেও পিছু ছাড়ছে না কালিয়াগঞ্জের বসন্ত উৎসব। তাই কালিয়াগঞ্জের বিভিন্ন অলিগলিতে প্রায় দেখা যাচ্ছে কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান করতে। আজ তেমনই দেখা গেলো শহরের ১৫ নং ওয়ার্ডের সঙ্গীতা মিউজিক কলেজের উদ্যোগে বসন্ত উৎসব পালন।