জলপাইগুড়ি, ১১ এপ্রিল : করোনার আবহ কাটতেই ভক্তদের সমাগম ঘটেছে বিভিন্ন বাসন্তী পুজোর মণ্ডপে।
জলপাইগুড়ি শহরের আদর পাড়ার সর্বজনীন বাসন্তী পুজো উপলক্ষে নবমীর রাতে প্রসাদ বিতরণ করা হয়েছে। ২৪ তম বর্ষে পদার্পণ করলো এই পূজো।
ফি বছর এখানে মিলন উৎসবের আসর বসে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন তিনি এই পুজোয় হাজির ছিলেন। এদিন রাতে বহু ভক্ত সমাগম লখ্য করা গেছে।