আলিপুরদুয়ার , ১১ মে : কালচিনি বিডিও অফিসে বুধবার দুর্যোগ মোকাবিলা নিয়ে একটি বৈঠক হয়। উক্ত এই বৈঠকে কালচিনি বিডিও এবং জয়েন্ট বিডিও ছাড়াও বিদ্যুৎ বিভাগ, দমকল বিভাগ,খাদ্য বিভাগ সহ সকল গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আগামী দিনে কোনো দুর্যোগ এলে তা কীভাবে মোকাবিলা করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এ বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, ‘আজ সকল বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক হল। কোনো দুর্যোগ এলে আমরা কীভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে পারি সে বিষয়েই এদিন আলোচনা করা হয়।’ এছাড়াও সকল বিভাগের তরফে শীঘ্রই হেল্প লাইন নম্বরও জারি করা হবে বলে জানান কালচিনি বিডিও।