মালদা, ৩ এপ্রিল: পবিত্র রমজান মাস শুরু হতেই নামাজের মাধ্যমেই এই ধার্মিক কর্মসূচি পালন শুরু করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
রবিবার সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে মালদা শহরের মহেশমাটি এলাকায় একযোগে মহিলারা অংশগ্রহণ করেন। এদিন মহেশমাটি দাহা মোড় এলাকায় সংশ্লিষ্ট কমিটির উদ্যোগে একটি নামাজ পাঠের আয়োজন করা হয় মহেশমাটি দাহা কমিটির উদ্যোগে। বিশেষ করে মহিলাদের নামাজ পাঠের আয়োজন করেন তাঁরা। সেখানেই চেনা – অচেনা মহিলা সম্প্রদায়ের মানুষেরা এক যোগ হয়ে নামাজ পাঠ করেন ।
এছাড়াও এদিন মালদা শহরের আরো বেশ কয়েকটি এলাকায় এই ভাবেই মুসলিম সম্প্রদায়ের পুরুষ-মহিলারা নামাজ পাঠে অংশ নিয়েছেন।