দার্জিলিং,৩০ শে মার্চ: দার্জিলিং সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাহাড় সফরে মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে সরকারি সভায় অংশ নেন তিনি।
সফরে মধ্যেই প্রতিদিন প্রাতঃভ্রমণের মধ্যে দিয়ে স্থানীয়দের সাথে জনসংযোগ সারতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বুধবার সফরের তৃতীয় দিনে রিচমন্ড হিল থেকে বার হয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে যাওয়ার পথে স্থানীয়দের সাথে ও কথা বলতে দেখা যায় তাঁকে। পাহাড় সফরের মধ্য দিয়ে পাহাড়ে যাতে শান্তি বজায় থাকে সেই বার্তাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় উন্নয়নে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে চলতে চাই রাজ্য সরকার। তা সোমবার একে একে সব দলের সাথে বৈঠক থেকে স্পষ্ট হয়েছে।
পাহাড়ের শান্তি পাশাপাশি পাহাড়ি পর্যটন স্থল গুলোতে পর্যটকদের কাছে আরো বেশী আকর্ষণীয় করে তুলতে পর্যনটস্থল গুলোর প্রচার ও প্রসারের উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সোমবার ও মঙ্গলবার স্থানীয় ব্যাবসায়ীদের পাশাপাশি স্থানীয় মানুষদের সাথেও কথা বলতে দেখা যায় মমতাকে, এছাড়াও পাহাড়ের রানি দার্জিলিঙে ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে।
কার্যত পাহাড় আন্দোলন পর কোভিড পরিস্থিতিকে কাটিয়ে ফের আগের মত পাহাড়ে পর্যটকদের ঢলে বেশ খুশি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে খুশ মেজাজে স্থানীয়দের সাথে কথা বলতে দেখা পাশাপাশি মহাকাল মন্দিরে পুজো দিয়ে প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।