কোচবিহারের মাথাভাঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতিতে রবীন্দ্র ভবনে বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস,লক্ষাধিক জনাসমগমের দাবি অভিজিৎ দে ভৌমিকের
কোচবিহার,১৮ জানুয়ারি :- আগামী ১১ ই ফেব্রুয়ারি, মাথাভাঙ্গা কলেজের মাঠে জনসভা রয়েছে তারই প্রস্তুতি রাখতে বৈঠক আজ রবীন্দ্র ভবনে। জনসভায় নেতৃত্ব দেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ এই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিতদের ভৌমিক উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান দিরেন্দ্রনাথ বর্মন উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং আরো অনেকে।
এ বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, মাথাভাঙ্গায় আগামী ১১ ই ফেব্রুয়ারী জানসভায় অভিষেক উপস্থিত থাকবেন। সেখানে লক্ষাধিক জনসমাগম হবে। তার প্রস্তুতিতে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা, অঞ্চল, ব্লক নেতৃত্বদের নিয়ে আলোচনা করা হয়।