উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: ‘ডট কম’-এর যুগে বছরের পর বছর যাবৎ মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে না। ফলে বাদী-বিবাদী পক্ষের সময় এবং অর্থনাশ দুইই হয়েই চলেছে। সেই অচলাবস্থার নিষ্পত্তি ঘটাতে আইনজীবী এবং মধ্যস্থতাকারীদের নিয়ে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হ’ল উত্তর দিনাজপুরের অফিসপাড়া কর্ণজোড়ার অডিটোরিয়াম হলে। শনিবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন মিডিয়েটর কমিটির প্রদান তথা কলকাতা উচ্চন্যায়ালয় বিচারপতি সৌমেন সেন। শ্রীসেন ছাড়াও কমিটির অন্য সদস্য বিচারপতিরাও ছিলেন উত্তর দিনাজপুর জোনের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য্য, দক্ষিণ দিনাজপুর জোনের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য এবং মালদা জোনের বিচারপতি বিশ্বজিৎ বসু।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন আদালতগুলিতে অসংখ্য মামলার পাহাড় জমা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারের সঙ্গে হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরাও। বর্তমান বিচার ব্যবস্থার পাশাপাশি সমান্তরালভাবে মধ্যস্থতাকারীর ( মিডিয়েটর ) মাধ্যমে দ্রুত মামলাগুলির নিষ্পত্তির লক্ষ্যে কলকাতা হাইকোর্টে মিডিয়েশন এন্ড কনসিলিয়েশন কমিটির উদ্যোগে উল্লেখযোগ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।