কোচবিহার, ৫ আগস্ট:- ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকার রং-এ সাজিয়ে তোলা হয়েছে কোচবিহার রাজবাড়ি। তাই কোচবিহার রাজবাড়িতে গত কয়েকদিনে দর্শক সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) অধীনে রয়েছে কোচবিহার রাজবাড়ি। দিনের বেলার পাশাপাশি রাতেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন রাজবাড়িতে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাড়তি উপহারও পাচ্ছেন পর্যটকরা। ১৫ অগাস্ট পর্যন্ত রাজবাড়িতে প্রবেশমূল্য মকুব করা হয়েছে। অন্য সময় ২৫ টাকার টিকিট কেটে রাজবাড়ি ঘুরতে হত পর্যটকদের। ফলে অনেকেই এখন রাজবাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন।