মালদা, ১৮ এপ্রিল: ডিউটি সেরে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় জখম হলেন এক সিভিক ভলেন্টিয়ার। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অচিনতলা এলাকায়। ওই এলাকার আশেপাশে জঙ্গলে বেশ কিছুদিন ধরেই শিয়ালের উপদ্রবের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। আর এদিন রাজ্য সড়কে শিয়ালের দলকে বাঁচাতে গিয়ে আচমকাই মোটরবাইক নিয়ে পড়ে যায় ওই সিভিক ভলেন্টিয়ার। এরপরই রক্তাক্ত অবস্থায় আহত সিভিক ভলেন্টিয়ার আব্দুর রোফকে (৩০) চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
জখম সিভিক ভলেন্টিয়ারের এক আত্মীয় রোকসানা বিবি জানিয়েছেন, আব্দুর রোফ এদিন ভোরে কালিয়াচকের খালতিপুর স্টেশন থেকে ডিউটি সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। অচিনতলা এলাকার শুনশান রাস্তায় হঠাৎ কয়েকটি শিয়াল রাস্তা পার হচ্ছিল। তখন ওর মোটরবাইকটি শিয়ালকে বাঁচাতে গিয়ে বেসামাল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয় কিছু মানুষ রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন।