জলপাইগুড়ি, ২৩এপ্রিল: স্থানীয়দের চেষ্টায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের সহযোগিতায় এক নাবালক কে উদ্ধার করলো জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। শনিবার সকালে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় দীর্ঘক্ষণ এক নাবালক দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশ কে খবর দেয়। বর্তমানে নাবালকটিকে থানায় নিয়ে এসে খোজখরব চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে নাবালক শিশুটি আলিপুরদুয়ার জেলার চুয়াপারা চা বাগান এলাকার।