আলিপুরদুয়ার,১৭ জানুয়ারি :- হাসিমারা সুভাষিনি চা বাগান থেকে মঙ্গলবার বিকেলে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজাসুজি চলে গেলেন হাসিমারা মালঙ্গী লজে সেখানে আজ রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী ।
সুত্রের খবর আগামীকাল সকালে বিশেষ বিমানে করছ মেঘালয়ে উদ্দেশ্যের ওনা দেবেন মুখ্যমন্ত্রী এবং আগামীকাল তার হাসিমারাতে ফিরে আসার কথা । এদিন মালঙ্গী লজের সামনে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাড়িয়েছিল বহু তৃণমূল কর্মীরা।