জলপাইগুড়ি, ৮ এপ্রিল : গতকাল বিকেলে ঘাট হয়ে আজ সকালে সমাপ্তি হয় এই চৈত্র মাসের চৈতি ছট পুজোর।খরনা থেকে লাউ ভাত সবটাই ছট পুজোর রীতি অনুয়ায়ী হয়।মূলত চৈত্র মাসে এই পুজো হয় বলে এর নাম চৈতি ছট।যদিও আসতে আসতে বাড়ছে চৈতি ছট পুজোর ভক্তদের সংখ্যা।
ভোর বেলা করলা নদীতে সূর্য দেবকে পুজো দেয় ছট ভক্তরা।নদীতে নেমে সূর্য দেবের পুজো দিয়ে শেষে বাড়িতে ফিরে যান এই ছট ব্রতীরা, যদিও হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে আগে এই বিশেষ ছট পুজো করার প্রচলন ছিলো বেশি তবে এখন প্রায় সকল সম্প্রদায়ের মানুষ এই পুজোতে ব্রত হয়েছেন।
অপরদিকে শহরের অন্যত্র দেখা গেছে কেউ আবার বাড়িতেই অস্থায়ী পুকুর বানিয়ে সেই জলে দাঁড়িয়ে সূর্য প্রনাম করে পালন করলেন চৈতি ছট পুজো।