বীরভূম,২৫ জানুয়ারি :- সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর আদিবাসী পাড়ায় বুধবার সকালে হানা দিলেন সিবিআই আধিকারিকরা।
তারা এদিন হানা দেন মূলত বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকে যে ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া যায় তারই পরিপ্রেক্ষিতে। এই গ্রামে সিবিআই আধিকারিকরা আসেন মূলত একটি কারণেই, কারণ ওই সকল ভুয়ো একাউন্টের মধ্যে বেশকিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলি এই এলাকার বাসিন্দাদের।
তাদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এইভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে তা সম্পর্কে তারা কিছু জানেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সিবিআই আধিকারিকরা ওই গ্রামে পৌঁছে ওই সকল ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে একাউন্ট তাদের নামে খোলা হল তা নিয়ে তদন্ত শুরু করা চালাচ্ছেন।