আলিপুরদুয়ার,৩১ শে মার্চ: আসাম বাংলা সীমানায় পাচারের পথে উদ্ধার ১৫০ কেজি গাঁজা।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আসামের গুয়াহাটি থেকে বিহারে যাবার পথে বারবিশা নাকা চেকিং পয়েন্টে বারবিশা ফাঁড়ির পুলিশ একটি খালি ট্রাক কে তল্লাশির জন্য দাঁড় করার। সেই তল্লাশিতে ট্রাকের ডালায় ত্রিপালের নীচে থেকে ১৫০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক বিহারের বাসিন্দা দীপক কুমার ও খালাসি লবকুশ কুমার কে।তাদের আগামীকাল আদালতে পেশ করা হবে।