ওয়েব ডেস্ক, ৮ এপ্রিল :- মিউচুয়াল ফান্ড সংস্থা IDFC অ্যাসেট ম্যানেজমেন্টকে কেনার জন্য প্রতিযোগিতায় নেমেছিল বিশ্বের তাবড় সংস্থাগুলি। কিন্তু তাদের সবাইকে টেক্কা দিল বন্ধন ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।
আইডিএফসি-র মিউচ্যুয়াল ফান্ডের ( IDFC Mutual Fund) ৬০% শেয়ার এখন বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংয়ের অধীনে। বাকি ৪০% শেয়ার সমান ভাগ রয়েছে সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং প্রাইভেট ইক্যুইটি ফান্ড ক্রিস ক্যাপিটাল এর।
বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগকারী সংস্থা ইনভেসকোও আইডিএফসি-র মিউচুয়াল ফান্ড কেনার লড়াইয়ে সামিল ছিল। তাদের সঙ্গে ছিল ওয়ারবাগ পিনকাস এবং কেদারা ক্যাপিটাল নামের দুই বড় সংস্থা। কিন্তু বন্ধন ব্যাংক বিশ্বখ্যাত সংস্থাগুলিকেও হারিয়ে দিলো।
ভারত সরকারের কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে তবেই ব্যবসা বিস্তার করতে পারবে বন্ধন ব্যাংক। আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং আইডিএফসি এএমসি ট্রাস্টি -এই দুটি সংস্থাই এখন বন্ধনের কনসোর্টিয়ামের হাতে।