কোচবিহার, ২৫ এপ্রিল: মাথাভাঙ্গা ২ নং ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকার চৈতন্যহাট এলাকায় সকাল থেকে দাপিয়ে বেড়ায় একটি বাইসন। আজ সকাল আনুমানিক ৯ টা নাগাদ স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বাইসনটি দেখতে পান । অতঃপর তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার সকলকে জানান এলাকার সকলে ঘটনাস্থলে গিয়ে দেখতে পারেন একটি বাইসন দাপিয়ে বেড়াচ্ছে যদিও আতঙ্ক থাকায় সামনে কেউ যেতে চাননি।
পরবর্তীতে গ্রামের বাসিন্দারা ঘোকসাডাঙা থানায় যোগাযোগ করলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ বাহিনী ও মাথাভাঙ্গা বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান।এছাড়াও পাতলাখাওয়া থেকেও বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। যদিও বনদপ্তর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোতে ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় দুপুর ১২:৩০ নাগাদ এই বাইসন টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে নেওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।