কালিম্পং,৪মে:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফরের আগেই কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে পোস্টারিং করল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ দল। শুধু পাহাড়েই নয় শিলিগুড়ি দার্জিলিং মোড়েও এই দলের তরফে পোস্টারিং করা হয়।
পোস্টারিংয়ে বলা হয় গোর্খা জাতিকে আর কতদিন মিথ্যা সহ্য করতে হবে?