শিলিগুড়ি, ২৬ এপ্রিল: আজ থেকে স্বাভাবিক হল বাগডোগরা বিমানবন্দর। টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হল বাগডোগরা বিমানবন্দর।
সকাল ৮টায় প্রথম উড়ান বিমানবন্দরে নামতেই যাত্রীদের জল স্যালুট ও করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। মঙ্গলবার ২৮জোড়া উড়ান চলাচল করবে বলে জানা গিয়েছে। গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে মেরামতের জন্য বন্ধ ছিল বিমান চলাচল পরিষেবা। তবে নতুন রানওয়ে অনেক ভালো বলে যাত্রীরা জানান।
উল্লেখ্য, এপ্রিল মাসের প্রথম সপ্তাহের আবহাওয়া খারাপ থাকায় ঝড় বৃষ্টিতে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে খারাপ হয়ে যায়। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে রানওয়ে সারাইয়ের কাজ শুরু করা হয় ১১ই এপ্রিল থেকে। আজ ২৬শে এপ্রিল পুনরায় বিমান চলাচল শুরু হয়।