তুফানগঞ্জে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য এলাকায়
ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ এর নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায়।
কোচবিহার, ৯ মে :- নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য তুফানগঞ্জ এর নাককাটিগাছ এলাকায়। অভিযোগ,শুক্রবার রাতে ছাট জায়গীর চিলাখানা থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক নাবালিকাকে তুলে নিয়ে যায় কাজীদুল। এরপর শনিবার কাজীদুল ওই নাবালিকাকে ধর্ষণ করে। পাশাপাশি আরও তিনজন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় ওই চার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, বিহারের পূর্ণিয়ায় একটি ইটভাটায় একসাথে কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয় ওই নাবালিকার সাথে কাজীদুল মিয়ার।এরপর মেয়েটিকে নিয়ে পালিয়েও যায় সে। পরবর্তীতে পরিবারের তরফে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। অভিযোগ ওঠে শুক্রবার ওই নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শনিবার ধর্ষণ করে কাজীদুল মিঞা। বাকি তিন অভিযুক্ত ধর্ষণের চেষ্টা করে। রবিবার রাতে তুফানগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে যায় তারা। এরপর পরিবারের লোকেরা উদ্ধার করে নিয়ে আসে ওই নাবালিকাকে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানা পুলিশ।