ফের অনুব্রতর খাসতালুক লাভপুরের দরবারপুরে কাজীপাড়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ, চঞ্চল্য এলাকায়
বীরভূম,১৮ জানুয়ারি :- লাভপুরের দরবারপুরে কাজীপাড়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ।
পীড় বাবার মেলায় একটি মসজিদের সামনে কর্তব্যরত ছিলেন দাঁড়কার পুলিশ ক্যাম্পের পার্থ সাহা। অভিযোগ,সেই সময় এক আততায়ী ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ।
ঘটনায় রীতিমতো আহত হযন ওই পুলিশ আধিকারিক। আহত অবস্থায় তাকে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর নয়।