ওয়েব নিউজ,৩০ মার্চ:- গরু পাচার কাণ্ডে CBI এর হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও অনুব্রতর আর্জি খারিজ হয়।
ওয়েব ডেস্ক, ২৯ মার্চ:- গরু পাচার কাণ্ডে আবারও অস্বস্তিতে অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও অনুব্রতর আবেদন খারিজ হয়। ডিভিশন বেঞ্চের এই রায়ে অনুব্রত মণ্ডলকে সমন পাঠাতে আর বাধা রইলো না CBI এর।
CBI এর তরফে শেষ নোটিশ পাঠানো হয় ৪ মার্চ। ওই নোটিশে বলা হয় ১৫ ই মার্চ সকাল এগারোটা নাগাদ CBI এর কলকাতার নিজাম প্যালেসের অফিসে এসে হাজিরা দেওয়ার কথা। ওই বিষয়টিকে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করে। বিচারপতি রাজশেখর মানথার সিঙ্গল বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়।
সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৪ ই মার্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।
শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখে আদালত। CBI এর তরফে কোর্টে যুক্তি দেওয়া হয় অনুব্রত মণ্ডল যদি শারীরিকভাবে অসুস্থ থাকতেন তবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে কেমন করে উপস্থিত থাকছেন। এই যুক্তি এবং তথ্যপ্রমাণেই বাজিমাত করে CBI।