কোচবিহার,১৫ এপ্রিল : এক মূক ও বধির নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নং ব্লকের অন্তর্গত নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের জোড়া দোকান সংলগ্ন এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।৩ যুবকের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মূক ও বধির নাবালিকা বাড়ির পাশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যায়।যাবার পথে কয়েকজন যুবক তার পিছু নেয়। অভিযোগ তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি ঘটায়। জানা যায়,পরবর্তীতে এলাকার স্থানীয় বাসিন্দারা ওই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে।