আলিপুরদুয়ার, ১৭ এপ্রিল: মাত্র দশ মিনিটের প্রচন্ড শিলাবৃষ্টিতে তছনছ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা।বীরপাড়া , মাদারিহাট ও ফালাকাটা এলাকায় সন্ধে ছটা নাগাদ শুরু হয় শিলাবৃষ্টি।
এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।টিনের চাল ফুটো হয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অগুনতি বাড়ি।শিলের আঘাতে উইন্ডস্ক্রীণ ফেটে যাওয়ার দরুন ক্ষতি হয়েছে পথ চলতি যানবাহনের।এছাড়াও শাক সবজীরও প্রচুর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।