আলিপুরদুয়ার, ১১ এপ্রিল: আলিপুরদুয়ার ট্রান্সপোর্ট এলাকায় রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি ফাস্টফুডের দোকান ।
সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে এল আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। রবিবার রাত একটা নাগাদ একটি ফাস্টফুডের দোকানে আগুন দেখতে পায় এলাকার বাসিন্দারা। চোখের নিমিষেই অগ্নিকাণ্ডে পুরো দোকানটা ভস্মীভূত হয়ে যায়। দোকানে থাকা একটি সিলিণ্ডার বিকট শব্দে ফেটে যায় । খুব শীঘ্র ঘটনাস্থলে আলিপুরদুয়ার দমকল কেন্দ্র থেকে একটি দমকলের ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।