শিলিগুড়ি ,২৫ এপ্রিল :- বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে মেরামতির কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকে ফের স্বাভাবিক ছন্দে চালু হচ্ছে বিমান পরিষেবা। সোমবার বিকেলে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রামানি পি এমনটাই জানিয়েছেন। অন্যদিকে বিমান পরিষেবা মঙ্গলবার থেকে স্বাভাবিক হয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন ব্যবসায়ী মহলে। প্রসঙ্গত বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে মেরামতের কারণে চলতি মাসের 11 তারিখ থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। টানা এই কয়দিন বর্ডার রোড অরগানাইজেশন এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স অথরিটি এই মেরামতের কাজ করছিল। অবশেষে কাজ সম্পন্ন হওয়ায় আগামীকাল থেকে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা।