জলপাইগুড়ি, ৭ এপ্রিল: আম আদমি পার্টির সংগঠন বাড়ছে পশ্চিমবঙ্গে। এমনটাই দাবি দলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসুর।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তাঁর কথায়, ” অন্যান্য রাজনৈতিক দলের সাথে আম আদমি পার্টির বিস্তর ফারাক আছে। এখানে দল থেকে কিছু গুছিয়ে নেওয়ার নেই। সরাসরি সরকার বদল করে সরকারি সুবিধা নিতে হবে সকলকেই।”
বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ” আম আদমি পার্টিতে কে গেল তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। বিজেপিকে ঠেকাতে তৃণমূল ওই সব দলকে অক্সিজেন দিচ্ছে।”