কোচবিহার,১১মে: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত হলো।মঙ্গলবার সন্ধ্যায় দেওচড়াই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের তরফে পেট্রোপণ্য, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফারুক মন্ডল।
মঙ্গলবার সন্ধ্যায় এই মিছিলকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয় দেওচড়াই বাজার সংলগ্ন এলাকায়।