উওর-দিনাজপুর,৪মে: রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি আদর্শপল্লিতে এক নাবালিকা কে গত সাতদিন ধরে ধর্ষন করে বলে আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ করে ঐ নাবালিকার মা।ঘটনার বিবরণে জানা যায় ঐ নাবালিকার মা প্রতিদিনের মত কাজে যান।গত কাল কাজ না হওয়ার তারাতাড়ি বাড়ি ফিরে দেখেন ঘড় বন্ধ এবং প্রতিবেশী বৃদ্ধ(৬০) ধীরেন বর্মন তাদের ঘড় থেকে বেড় হন।ঘড়ে ঢুকে দেখেন তার নাবালিকা মেয়ে হাত পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় বিছানায় পরে আছে।মেয়ের এরপর মেয়ের হাত পা খুলে দেন।পরে নাবালিকা তার মা কে সব খুলে বলে।
নাবালিকা ভয়ে ভয়ে বলে এ কথা কাউকে বললে প্রানে মেরে ফেলার ভয় দেখাতো প্রতিবেশি ঐ বৃদ্ধ।এ খবর ছড়িয়ে পরতেই প্রতিবেশী রা অভিযুক্ত বৃদ্ধ কে ধরে উত্তম মাধ্যমে দেয়।পরে আমবাড়ি ফাঁড়িতে নাবালিকার মা পকসো আইনে অভিযোগ দায়ের করলে আমবাড়ি ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযুক্ত গেপ্তার করে ফাড়িতে নিয়ে আসে।আজ নাবালিকা ও অভিযুক্ত বৃদ্ধের ম্যাডিকেল টেস্ট করা হয় উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।টেস্টের পর অভিযুক্ত কে আমবাড়ি ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ ও নাবালিকাকে তার বাড়িতে পাঠানো হয়।পরে দূপুরে অভিযুক্ত কে জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়।