ওয়েব নিউজ,৩এপ্রিল :মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারের সংযোগ করে এবার শীর্ষে বাংলা|৮৫১ শতাংশ লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ|তাৎপর্যপূর্ণভাবে,গুজরাট, আসাম, বিহার, কর্ণাটক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি টপকে শীর্ষে তৃণমূল শাসিত বাংলা|
ডাক বিভাগের প্রতিযোগিতাতেও সফল পশ্চিমবঙ্গ|ডাক বিভাগ সূত্রে জানা যায়,নির্দিষ্ট সময়ে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারের সংযুক্তি করণের কথা বলা হয়েছিল|তাহলে স্কুটি পুরস্কার দেয়া হবে|মোট ২১১ টি স্কুটি গোটা দেশে দেয়ার কথা ঘোষণা করা হয় যার মধ্যে ১৭৯টি পশ্চিমবঙ্গের ঝুলিতে চলে গেছে|
তবে কোন কর্মবলে এভাবে সব রাজ্যকে পিছিয়ে ফেলে এগিয়ে গেল বাংলা?দুয়ারে সরকার এর সময় তৈরী আলাদা শিবিরে কিছুটা এগিয়েছে এই মোবাইল নম্বর এর সাথে আধার নম্বরের সংযুক্তিকরণ, এছাড়াও প্রচুর মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আধার কার্ড আপডেট করেছে, সুতরাং কাজটি এগিয়ে গেছে|
ডাক বিভাগ সূত্রে জানা যায়, এই কাজে জেলা গত ভাবে সবার ঊর্ধ্বে মুর্শিদাবাদ| পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে| নদিয়া তালদহ পোস্ট অফিস কর্মী অনামিকা মন্ডল পাঁচ হাজার সংযুক্তিকরণ ঘটিয়ে দেশের প্রথম মহিলা ডাক কর্মী হিসেবে স্কুটি জিতে নিয়েছেন|