মালদা, ২৯শে মার্চ :- সোমবার রাতে নাকাচেকিং এর সময় এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মহম্মদ ইয়াসিন, বয়স ২৫। ধৃতের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্ৰাম পঞ্চায়েতের ধনিয়াপাড়া এলাকায়। সোমবার রাতে ধৃত ওই যুবক বাংলা বিহার সীমান্তে কুমেদপুর সাহাপাড়া ৮১ নম্বর জাতীয় সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের কাছে সন্দিগ্ধ মনে হওয়ার কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করা হয়।
নাকা চেকিং এ ওই যুবকের কাছ থেকে দোনালা বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে আদালতে পেশ করা হবে।