নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৬ তম জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারো ম্যারাথন রেসের আয়োজন করে সোনাপুর পূজারী সংঘ
আলিপুরদুয়ার,২৩ জানুয়ারি :-নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৬ তম জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারো ম্যারাথন রেসের আয়োজন করে সোনাপুর পূজারী সংঘ।
এই প্রতিযোগিতায় আলিপুরদুয়ার, কোচবিহাররের আনুমানিক ১০০ জন অনুর্ধ ১৫ প্রতিযোগী অংশগ্রহণ করে।
এরপর পতাকা উত্তোলন করে পূজারী সংঘ ক্লাবের পি এস চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় দফার তৃতীয় খেলার সূচনা করা হয়।আজকের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু জাগরণ মঞ্চ ও কোচবিহার প্লেয়িং ইলেভেন। পূজারী সংঘ ক্লাব সম্পাদক দিপু সেন জানান ” নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে পূজার সময় ক্লাবে তরফ থেকে সকালে প্রতিবারের মত এবারো ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, এবং পতাকা উত্তোলনের মাধ্যমে পিএস চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দফার তৃতীয় খেলার সূচনা করা হয় “